বাবা-মা

লেখায়------আ স ম আহসান উল্লাহ আব্দুল্লাহ

 বিশ্বনবী হযরত মুহাম্মাদ(সঃ)' সময়কার কথা।সে সময় মায়ের প্রতি শ্রদ্ধাশীল নয় এমন এক যুবক মদীনায় বাস করতো, যুবকটির  আচরণে তার মা মর্মাহত হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও যুবক সন্তানটির প্রতিমমতাময়ী মায়ের ভালোবাসা বিন্দুমাত্রও কমেনি। কারণসন্তানের প্রতি মায়ের ভালোবাসা এমন এক ভালোবাসা যাতে জোয়ার ভাটার অস্তিত্ব নেই।

সন্তানের হাসিমুখ মায়ের জন্য অপার্থিব আনন্দের অফুরন্ত স। সন্তানের একটু বিষন্নতা মায়ের মনে একে দেয় গভীর শঙ্কার রেখাপাত। তাই  যুবকটির মাও ছেলের সাথে শান্ত  মাতৃসূলভ স্নেহসিক্ত ভাষায় কথা বলা অব্যাহত রাখে। তার আশাছেলে একদিন সুপথ পাবে। কিন্তু আগের মতোই মায়ের প্রতি সেই যুবক রুক্ষ্ম আচরণ অব্যাহত রাখে।  

একদিন যুবকটি মারাত্মকভাবে অসুস্থ হয়েপড়লো। তার অবস্থা  ক্রমেই শোচনীয় হতে লাগলো,ডাক্তাররা বললেনতার অসুখ নিরাময়যোগ্য নয়। আর এ অবস্থায় সেই বেচারা মা- ছেলের যত্ন নিচিছলযদিও ছেলের দূর্ব্যবহারের কথামনে পড়লে তার মনটা দুঃখ ভারাক্রান্ত হয়ে উঠতো। এদিকে এটা স্পষ্ট হয়ে উঠলো যে যুবক্টি মৃত্যুর দ্বারপ্রান্ত্রে পৌঁছে গেছে,  অবস্থায় বিশ্বনবী হযরত মূহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অসুস্থ যুবকটির কথা বলা হলো  তাঁর জন্যে দোয়া করতেও বলা হলো। তিনি সেই যুবকটিকে দেখতে আসলেন এবং তিনি তাঁর প্রশান্তিদায়ক পবিত্র হাত যুবকটির উত্তপ্ত কপালে রাখলেন তারপর বললেন,হে যুবকতৌহিদের বাণী বা কলেমা উচচারণ করবলআমিসাক্ষ্য দিচিছ আল্লাহ্‌ ছাড়া কোন মাবুদ নেই।যুবকটি তার চোখ খুললো এবং বিশ্বনবী (সাঃ)' নূরানী বা জ্যোতির্ময় চেহারা দেখলো। সে কলেমা বা তৌহিদের বাণী উচচারণের জন্য বেশ চেষ্টা করলোকিন্তু পারলো না। 

 মহানবী জানতে চাইলেনযুবকটির মা কি এখানেআছেনক্রন্দনরত অবস্থায় যুবকটির মা এগিয়ে আসলো। মহানবী বললেনআপনি কি আপনার সন্তানের প্রতি সন্তুষ্টচোখের পানি মুছে মা বললেনহে আল্লাহর নবী! সে অনেক থেকে আমার সাথে কোন কথাই বলেনা, আমি যতই তাকে স্নেহ এবং আদর যত্ন করি না কেন সে অশ্রদ্ধা  রুক্ষ্মতার মাধ্যমে তার জবাব দেয়। রাসূল বললেনতাকে ক্ষমা করে দিন এবং তার প্রতি সন্তুষ্ট হন। মা শীর্ণকায়  দূর্বল হয়ে পড়া সন্তানের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেনঠিক আছেআল্লাহ এবং তাঁর রাসূলের ওয়াস্তে তাকে ক্ষমা করলাম। আল্লাহ তার ওপর সন্তুষ্ট হোক। মহানবী আরো একবার সে যুবকের দিকে তাকালেন এবং তাকে পড়তে বললেন কলেমা তৌহিদের বাণী। এবার সে যুবকটি কলেমা তৌহিদের বাণী উচ্ছারণ করতে সক্ষম হলো।

 দয়ার নবী তার জন্যে একটি দোয়া পড়তে লাগলেন এবং সাথে সাথে সেই অসুস্থ যুবকটিও আবৃত্তি করতে লাগলোঃ রাসূল বলছিলেনহে আল্লাহ তুমি খুব ক্ষুদ্রভালো কাজও গ্রহণ করে থাকো এবং অনেক বড় পাপও ক্ষমা করে থাকোআমার ভালো কাজ কবুল করোএবং আমায় ক্ষমা কর। আপনি দয়াময় এবং মেহেরবান। এই দোয়া পড়ার পরই সেই যুবকের মুখে হাসি ফুটে উঠলো এবং  অবস্থায় তাঁর আত্মা শান্তিপূর্ণভাবে দেহ ত্যাগ করলো।

 ইসলাম ধর্ম আল্লাহ  তাঁর রাসূলের পর বাবা মায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং তাদের অধিকার রক্ষাকে মানুষের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করে। পবিত্র কোরানের সূরা লোকমানের ১৪ নম্বর আয়াতে বলা হয়েছেআমি মানুষকে তার পিতা মাতার প্রতি ভালো আচরণের নির্দেশ দিয়েছিজননী সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে এবং তার দুধ ছাড়াতে লাগে দু বছর। এবং বাবা অনেক কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে রোজকার করে সন্তানদেরকে ভরন-পোষন করে মানুষ করে, তাই, "আমার প্রতি  তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও"। এখানে মহান আল্লাহ তাঁর প্রতি দায়িত্ব পালনের পরই বাবা মায়ের প্রতি মানুষের দায়িত্ব পালনের কথা বলেছেন। 

একদিন এক ব্যক্তি আমাদের দয়াল নাবীর কাছে এসে বলল- হে আল্লাহ'র নাবী আমি জীবনে অনেক পাপ করেছি, যাহা আল্লাহ্‌ নিকট খমার অযোগ্য, তাই আমি আপনার নিকত এসেছি এই জন্য যে দুনিয়াতে এমন কোনো ইবাদাত আছে কি ? যাহা দ্বারা আমি আমার পাপ থেকে ক্ষমা পেতে পারি। বিশ্বনবী লোকটিকে জিজ্ঞাস করলেন- তোমার বাবা মায়ের মাঝে কেও কি বেচে আছেন ? লোকটি জবাব দিল- জি আমার বাবা বেঁচে আছে। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যাও বাড়ি গিয়ে তুমি তোমার বাবার খেদমত কর, তবেই মহান আল্লাহ্‌ তোমার পাপ ক্ষমা করবেন। (সুবহান আল্লাহ) আবার একসময় আমাদের প্রিয় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বলে দয়া করছিলেন যে- হে আল্লাহ্‌ আপনি সেইসব শিশু ও সন্তানদেরকে রহম করুন ও অনুগ্রহ করুন, যারা বাবা মায়ের সাথে ভালো আচরন করে ও বাবা মায়ের খেদমত করে। 

 এভাবে ইসলাম ধর্ম বাবা মাকে শ্রদ্ধা করতে বলেছে এবং তাদের সাথে কর্কশ বা রুক্ষ্ম য়াচরন করতে নিষেধ করেছেন। বাবা মায়ের যখন সেবার প্রয়োজন হয় তখন তাদের সেবায় এগিয়ে আসাটা সন্তানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। অনেক বাবা মা নিজ সন্তানের জন্নে আরাম আয়েশ ও সুখ বিসর্জন করেন। সন্তানের যত্ন নেয়ার জন্যে বাবা মায়েরা বহু রাত নিদ্রাহীন থাকেন। ইসলামের দৃষ্টিতে বাবা-মায়ের সন্তুষ্টিতে আল্লাহও সন্তুষ্ট হন। অন্যদিকে তাঁদের অসন্তুষ্টিতে আল্লাহও অসন্তুষ্ট হন।

মায়ের খেদমত হযরত বায়েজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত দরবেশ বা আরেফ হতে পেরেছিলেন। বিশ্বনবীর হাদীসে এসেছেঃ"যে ব্যক্তি সহজ  ভয়হীন মৃত্যু চায়সে যেন অবশ্যই বাবা মায়ের সেবা যত্ন করে। বাবা মায়ের সেবা মৃত্যুকে মধুময় ছাড়াও মানুষকে দারিদ্র থেকেও দূরে রাখে।

নিচে পবিত্র কালামে পাক কুরানের আলকে বাবা মায়ের খেদমতের গুরুত্ব তুলে দরা হলো-
 ১) আর উপাসনা কর আল্লাহরশরীক করো না তাঁর সাথে অপর কাউকে। পিতা-মাতার সাথে   সদয় ব্যবহার কর এবং নিকটাত্নীয়এতীম-মিসকীনপ্রতিবেশীঅসহায় মুসাফির এবং নিজের দাস-দাসীর প্রতিও। নিশ্চয়ই আল্লাহ্‌ পাক পছন্দ করেননা দাম্ভিক-গর্বিতজনকে। (An-Nisaa: 36) 

 ২হে আমার পালনকর্তাআপনি আমাকেআমার পিতা-মাতাকেযারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে-তাদেরকে এবং মুমিন পুরুষ  মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং যালেমদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন। (Nooh: 28) 

৩) যখন আমি বনী-ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিলাম যেতোমরা আল্লাহ ছাড়া কারও উপাসনা করবে না,
পিতা-মাতাআত্নীয়-স্বজনএতীম  দীন-দরিদ্রদের সাথে সদ্ব্যবহার করবেমানুষকে  কথাবার্তা বলবেনামায প্রতিষ্ঠা করবে এবং যাকাত দেবেতখন সামান্য কয়েকজন ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিলেতোমরাই অগ্রাহ্যকারী। (Al-Baqara: 83) 

৪) তোমাদের কারো যখন মৃত্যুর সময় উপস্থিত হয়সে যদি কিছু ধন-সম্পদ ত্যাগ করে যায়তবে তার জন্য ওসীয়ত করা বিধিবদ্ধ করা হলোপিতা-মাতা  নিকটাত্নীয়দের জন্য ইনসাফের সাথে পরহেযগারদের জন্য  নির্দেশ জরুরী। নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শোনেন  জানেন। (Al-Baqara: 180) 

৫) তোমার কাছে জিজ্ঞেস করেকি তারা ব্যয় করবেবলে দাও-যে বস্তুই তোমরা ব্যয় করতা হবে পিতা-মাতার জন্যেআত্নীয়-আপনজনের জন্যেএতীম-অনাথদের জন্যেঅসহায়দের জন্যে এবং মুসাফিরদের জন্যে। আর তোমরা যে কোন কাজ করবেনিঃসন্দেহে তা অত্যন্ত ভালভাবেই আল্লাহর জানা রয়েছে। (Al-Baqara: 215) 

৬) তোমার পালনকর্তা আদেশ করেছেন যেতাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা। (Al-Israa: 23) 

৭) আমি মানুষকে পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করার জোর প্রচেষ্টা চালায়যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেইতবে তাদের আনুগত্য করো না। আমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে। (Al-Ankaboot: 8) 

৮) আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো দু বছরে হয়। নির্দেশ দিয়েছি যেআমার প্রতি  তোমার পিতা-মতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে। (Luqman: 14) 

৯) পিতা-মাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপীড়ি করেযার জ্ঞান তোমার নেইতবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সদ্ভাবে সহঅবস্থান করবে। যে আমার অভিমুখী হয়তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতেআমি সে বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করবো। (Luqman: 15) 

১০) আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের আদেশ দিয়েছি। তার জননী তাকে কষ্টসহকারে গর্ভে ধারণ করেছে এবং কষ্টসহকারে প্রসব করেছে। তাকে গর্ভে ধারণ করতে  তার স্তন্য ছাড়তে লেগেছে ত্রিশ মাস। অবশেষে সে যখন শক্তি-সামর্থেবয়সে  চল্লিশ বছরে পৌছেছেতখন বলতে লাগলহে আমার পালনকর্তাআমাকে এরূপ ভাগ্য দান করযাতে আমি তোমার নেয়ামতের শোকর করিযা তুমি দান করেছ আমাকে  আমার পিতা-মাতাকে এবং যাতে আমি তোমার পছন্দনীয় কাজ করি। আমার সন্তানদেরকে কর্মপরায়ণ করআমি তোমার প্রতি তওবা করলাম এবং আমি আজ্ঞাবহদের অন্যতম। (Al-Ahqaf: 15) 

১১) হে ঈমানদারগণতোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকআল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্যদান করতাতে তোমাদের নিজের বা পিতা-মাতার অথবা নিকটবর্তী আত্নীয়-স্বজনের যদি ক্ষতি হয় তবুও। কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয়তবে আল্লাহ তাদের শুভাকাঙ্খী তোমাদের চাইতে বেশী। অতএবতোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা-বাসনার অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বল কিংবা পাশ কাটিয়ে যাওতবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজ কর্ম সম্পর্কেই অবগত। (An-Nisaa: 135)

Mohan Rabbul Alaminer sokol sristi te onek kudrat and hekmot nihito ache, thik temni Manob Jatike, sorbo-sreshtho jati hisabe, Baba-mayer ucilay duniyate poyda korar o oshim hekmot birajman.

Mohan Rabbul Alamin tar bandaderke duniyay poyda korte Baba-Maa ke ucila koreche, and Baba-Maa
ke sontaner day-dayitto bonton korte Mohan Allah Rabbul alamin je hekmot and kudrat biraj korechen, eita niye amader moto papi bandagon tartommo kora ekebare dusshaddo bepar and pap o hote pare.

dukkhojonok vabe dekha jay, amader maje oneke Maa er proti valobasa dekhate giye Babar kotha ekbarer jonno o uccharon korina, tader jonno amar ei lekha,
Babake bad diye shudhu matro maa er valobasa o shudhu matro maa ke niye besthota asole ki, amader sonan hisabe sothik dayitter maje pore? amar mone hoy na!!! Karon..........
1..manob jatir sorbo prothom, Mohan Rabbul Alamin babake baniyechen. tarpor maa ke, tai baba bad diye maa er bondhona grohon joggo noy.

2..Maa er pasha-pashi babar onek dayitto tar sontaner proti, sontan maa er dudh pacchena, baba sei jogan deoyar jonno dakter er sathe jukti kore bebostha nicche,


3..Duniyate kono kamel, hokkani, allawala mohila tar sontaner jonno kandte kandte cokh sesh korenai, othoco Hozrat Iyakub Nabi (alahis salam,) onar sontaner (Yousup nabi) jonno kandte kandte cokh nosto kore felechilen.

4.. Pita-Matar jonno doya korte Allah Rabbul alamin amader ke jevabe shikkha diyechen, sevabe doya na korle, Allah naraj hoben.
jader choto thakte Maa duniya theke cole jay, or jader family karone kono somossha hoy, karo jodi choto thakte baba duniya theke cole jay ba family er karone kono somossha hoy, sei khetre hoyto oi sokol vai-bon Pita-matar sokol sanniddho payna, tai bole ekjon sontan tar baba chara kintu duniyate ase nai, tai babake obohela uff khub koster.
amra Pita-matar jonno doya korbo, soman vabe doya korbo, amader kache amader pita-mata duijonei soman.
Babake bad diye shudhu matro maa er valobasa o shudhu matro maa ke niye besthota asole ki, amader sonan hisabe sothik dayitter maje pore? amar mone hoy na!!! Karon..........
sontan osustho baba tar jonno dakter + owshudh er bebostha korche.
sontan er khelna dorkar baba sontaner pochondho mote ta ene dicche,
sontan moktobe +school e + collage + varsity te porbe, baba sei sob bebostha korteche,
sontan valo jama-kapor kinbe, baba tar bebostha kore,
sontan bebsa korbe or cakri korbe, baba tar sob bebostha korche,
sontan kothay o kono onnay korle ba kothay sontaner jonno kono dorbar hole baba ke sekhane giye matha dite hocche, abar onek somoy somajeo oneker kotha sunte hocche.
Allah subhanahu tayala bolechen, tomra pita-matar jonno doya koro evabe-- Rabbir Ham-Humaa kamaa rabba iyani sagiraa. ekhane "Ham-Huma" diye pita-mata bujano hoyeche, so doya korte R shoron korte jodi ekjon ke bad deoya hoy tobe Allah'r shikkha deoyake amra sothik vabe grohon korte parlamna.